
কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
১৯ এপ্রিল ২০২১ নওগাঁর মহাদেবপুরে লকডাউন এর পঞ্চম দিনে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট, জনসচেতনতা মূলক ক্যাম্পেইন,পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তদারকি ও মাস্ক বিতরন করা হয়।
সোমবার ১৯ এপ্রিল দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্থানীয় বাসস্ট্যান্ডে নিউ স্টার হোটেল এর মালিক নসরুল্লাহর ২০ হাজার টাকা নানা অনিয়মের কারণে জরিমানা করা হয়।
এছাড়া দণ্ডবিধির ২৬৯ ধারায় ৪ টি মামলায় মোট ৬১০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জনগণকে মাস্ক ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এছাড়া কয়েক হাজার মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, পবিত্র মাহে রমজান মাসে সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য অধিকাংশ সময় ঘরে থাকুন। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানান। নিয়মিত মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, কেউ যেন রমজান মাসকে জিম্মি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বেশি নিতে না পারে সে ব্যাপারে কঠোর মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম দেখা দিলে কঠোর ভাবে দমন করা হবে।
এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।