
খেলাধুলা প্রতিবেদক : গত বছরের নভেম্বরের দিকে আন্তর্জাতিক মঞ্চে সর্বশেষ গোলটি করলেন, যা কিনা তার গোলসংখ্যায় নিয়ে গেল ৯৯-এ। তখন থেকেই আশার পাহাড় সেঞ্চুরির জন্য। করোনার জন্য আন্তর্জাতিক সূচি পএটি পিছিয়ে পড়ায় বাড়তে থাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর এই সেঞ্চুরির অপেক্ষা। তবে শেষে পর্যন্ত শুরু হলো উয়েফা নেশনস লিগটি। রোনালদোর পর্তুগালই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। সকলেরই আশা নেশনস লিগের প্রথম ম্যাচেতেই ১০০ তম গোলটিই করবেন রোনালদো। তবে এখানেও বাধা ।তিনি পায়ের ইনফেকশনের কারনে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারলেন না । এতে পর্তুগাল জিতেছিল ৪-১ গোলের বড় একটি ব্যবধানে।তাই রোনালদো ৯ মাস অপেক্ষা পরে গতকাল রাতেই নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামলেন । এই ম্যাচটিতে পূরণ হয় তার সেঞ্চুরি। সেখানে শুধু দরকার ছিল ১টি মাত্র গোল, সকল বাধা অতিক্রম করে ১০১-এ নিয়ে গেলেন ।।