
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রা জগতের এক অভিনেতা ফারুক ।তিনি টিবি রোগে আক্রান্ত হয়। তিনি বর্তমানে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন । গত ১৩ সেপ্টেম্বর মাসের দিকে তার স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষা করার জন্য যায় । প্রায় ৭ বছর হয়ে গেল সিঙ্গাপুরের সেই হাসপাতালে নিয়মিত ভাবে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন ।
তিনি দেশে থাকা অবস্থাতে অনেক দিনহয়ে গেছে জ্বরে ছিলেন। তাকে দেশের ২টি নামকরা ভালো হাসপাতালে কয়েকবার ভর্তি হয়েছিলেন। সেখানকার চিকিৎসকেরা ধারণা করেছেন তিনি টিবি রোগে আক্রান্ত । তাকে আনুমানিক ২১ দিন চিকিৎসকদের আয়তায় রাখবেন। তিনি একেবারেই ভালো হলে দেশে যেতে পারবেন।
নায়ক ফারুকের সাথে কথা বলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।জায়েদ খান পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানালেন , নায়ক ফারুক প্রথম অবস্থাতে ভালোই ছিলেন তবে গত সপ্তাহে তাঁর শরীরের একটি পরীক্ষা বাদ পড়ে। সেটির ফলাফল ৩ দিন আগে সেটি পায় । এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ বিশ্লেষণ করে জানালেন, তার টিবি রোগ হয়েছে। জায়েদ আরো জানালেন, তার অনেক সময় জ্বর আসে এবংযায়। সেটির নমুনা এখনও শনাক্ত করা যায়নি। এর পর ৩দিন আগেই রিপোর্ট দেখার পর সিঙ্গাপুরের চিকিৎসকেরা রোগটির সর্ম্পর্কে সঠিক তথ্যটি জানালেন । সেই হিসেব অনুসারে চিকিৎসা শুরু হয় ।কয়েকবার তিনি জ্বরে আক্রান্ত হওয়াতে ঢাকাতে ২ টি সুনাম ধন্য হাসপাতালে করোনা পরীক্ষা করায় ঢালিউড অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। ২টি পরীক্ষায় তাঁর কোভিড-১৯ নেগেটিভ এসেছে। এমনকি টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার পরীক্ষাও করানো হয় এতে কোন ধরা পড়েনি । তাতে খুব দুশ্চিন্তায় ফারুকের পরিবার বর্গ।