পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এই জেলায় প্রকৃতির নিয়ম অনুযায়ী শীত আসে সবার আগে আবার শীত বিদায় নেয় সবার পরে। আজ রবিবার সকালে পঞ্চগড় জেলার ভোরের দৃশ্য। হালকা কুয়াশায় শিশিরের মুক্তদানা ঘাসের ডগায় রোদের ঝিলিকে রুপোর মতো জ্বলতে দেখা গেছে।
ধান ক্ষেতের ডগায় টুপটুপ হয়ে আছে কুয়াশা ভেজা শিশির। হিমেল হাওয়া আর মিষ্টি রোদে ঝিলকানিতে দোলছে প্রকৃতির গাছপালা, গ্রাম অঞ্চলের অনেকেই শীতের তাড়নায় হালকা গরম কাপড় পড়তে শুরু করেছে। পঞ্চগড় তেতুলিয়া উপজেলার আবহাওয়া অফিস অধিদপ্তর থেকে জানা যায় পঞ্চগড় জেলায় এখন থেকে হিমেল হাওয়া আর হালকা কুয়াশা প্রবাহিত হবে।