Subscribe our Channel

ঢাকা মেয়র কাপের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ৭২ নম্বর ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭২ নম্বর ওয়ার্ড।বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে দক্ষিণ সিটির ৩৮ নম্বর ও ৭২ নম্বর ওয়ার্ডের মধ্যকার ফাইনাল খেলায় ৭২ নম্বর ওয়ার্ড বিজয় লাভ করে।ফাইনাল খেলায় ৭২ নম্বর ওয়ার্ড যথাক্রমে ২১-১৬ ও ২১-১৩ পয়েন্টে ৩৮ নম্বর ওয়ার্ডকে হারায়।এর আগে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার আবদুল মালেক ‘শাটল (ফেদার) সার্ভ’ এর মাধ্যমে ফাইনাল খেলার উদ্বোধন করেন।এসময় শেখ তাপস সাফল্যের সঙ্গে এ বছরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত করায় দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটি এবং সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনকে ধন্যবাদ জানান।

এর আগে ডিএসসিসি মেয়র ৩৮ নম্বর বনাম ৬৩ নম্বর ওয়ার্ড এবং ৭২ নম্বর বনাম ৭৩ নম্বর ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনালে ৩৮ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় জাকারিয়া এবং ৭২ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুলের হাতে ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্ট তুলে দেন।ফাইনাল খেলার বিজয়ী দল তিন লাখ টাকা ও বিজিত দলকে দুই টাকা পুরস্কার দেওয়া হয়। ফাইনাল খেলায় ৭২ নম্বর ওয়ার্ডের মিনহাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদসহ কমিটির অন্যান্য সদস্যরা, দক্ষিণ সিটি করপোরেশন ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।গত ৫ জানুয়ারি ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। আগামী ২২ ফেব্রুয়ারি সমাপনী খেলা ও এ বছরের আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে। ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন নিয়ে তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *