Subscribe our Channel

আটোয়ারীতে কঙ্কাল চুরি চক্রের মূল হোতা গ্রেফতার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :  পঞ্চগড়ের আটোয়ারীতে কঙ্কাল চুরি চক্রের মূল হোতা রাজু ওরফে মেজাক (৩৮) কে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ১২টায় দেবীগঞ্জের লক্ষিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত রাজু দেবীগঞ্জ উপজেলার মহলদারপাড়া গ্রামের নবাব আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এস.আই মোঃ আলতাফ হোসেন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে পুলিশ রাজুকে তার ভাড়া বাসা থেকে আটক করে আটোয়ারী থানায় নিয়ে আসে। উল্লেখ, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার ঝলঝলি কবরস্থান থেকে ১০টি কবর খুড়ে ৭টি কঙ্কাল এবং সর্ব শেষ চলতি বছরের ১৪ এপ্রিল একই ইউনিয়নের মনিকপীর কবরস্থান থেকে ১১টি কবর খুড়ে ১১টি কঙ্কাল চুরি করে দুস্কৃতিকারীরা। কবরস্থান থেকে কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল সাতখামার গ্রামের মৃত আজিজুল হকের পুত্র লুৎফর রহমান বাদী হয়ে কঙ্কাল চুরি চক্রের সদস্যের (অজ্ঞাত) নাম দিয়ে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, ১৮ এপ্রিল দায়ের করা মামলার সূত্র ধরে- সাতখামার মানিকপীর কবরস্থান থেকে ০৭টি কঙ্কাল চুরির ঘটনার সাথে জড়িত রাজু ওরফে মেজাককে গ্রেফতার করা হয় এবং বুধবার আদালতের মাধ্যমে তাকে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *