Subscribe our Channel

পঞ্চগড়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ীদের বাৎসরিক বারুনী স্নান মেলা

পঞ্চগড় প্রতিনিধি  : পঞ্চগড় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে উত্তর উজানীতে এই মেলা হয়ে থাকে।প্রতিবছরের ন্যায় এ বছরও মেলাটি উদ্বোধন হয়েছে, এই মেলায় বিভিন্ন অঞ্চল থেকে নর নারী আসেন স্নান করতে। মেলাটি এক সময় মাসব্যাপী চলতো নানান কারণে এখন আর আগের মত মেলাটি জমে উঠে না। এই মেলায় থাকতো নানান আয়োজন। মিষ্টি মান্ডা থেকে শুরু করে, বাংলার ঐতিহ্য ছাম গাইন, হাতপাখা, কামারদের হাতে গড়ানো দাও বটি, কুটির শিল্পদের হাতি ঘোড়া অনেক রকমের খেলনা সামগ্রী এই মেলা থেকে কিনতে আসতো সকল ধর্মীয় মানুষেরা। আজ যেন কালের পরিবর্তনে সব হারাতে বসেছে। নেই সেই পুতুল নাচ, মোটরসাইকেল খেলা, যাত্রাপালা, দিন দিন মানুষের মনের আনন্দ টুকু কোথায় যেন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য।

প্রতিবছরের ন্যায় আগামীকাল রবিবার ১৯/৩/২০২৩ সকাল ৬ টা ২৫ মিনিট হতে মধুকৃষ্ণ এদেশী স্নান হতে যাচ্ছে। দিনব্যাপী, চতুর্দশী স্নান শেষ হবে মঙ্গলবার রাতে গঙ্গাস্নান ও আমাবস্যা স্নান এর মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মীয় এদেশী স্নান কার্যক্রম। স্নান শেষ হওয়ার পর, মেলাটিকে ঘিরে থাকতো নানান আয়োজন। কিন্তু এখন তা বিভিন্ন কারণবশত মেলাটি আগের মত জমে না। বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ দূর দূরান্ত থেকে মেলাটি উপভোগ করার জন্য আসতো। এক সময় মেলাটি এক মাস চলতো এখন তা শেষ হয়ে যাচ্ছে এক সপ্তাহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *