সম্পাদকীয় : আমিনুর রহমান সরকারের মৃতু ̈তে আরডিজেএ’র শোক দৈনিক দিনকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) ঢাকার স্থায়ী সদস ̈ আমিনুর রহমান সরকার আর নেই। সোমবার (২৭ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)। মৃতু ̈কালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আমিনুর রহমান সরকারের মৃতু ̈তে গভীর শোক প্রকাশ করেছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) ঢাকা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি তোফাজ্জল হেসেন ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব সংগঠনের পক্ষে এ শোক জানান। আরডিজেএ নেতদ্বয় বলেন, মরহুম আমিনুর রহমান সরকার এদেশের সাংবাদিকতা এবং পেশাজীবী আন্দোলনে যে অবদান রেখে গেছেন তা সাংবাদিক-পেশাজীবীদের পাথেয় হয়ে থাকবে। বিজ্ঞপ্তিতে শোকাহত পরিবারের সদস ̈দের প্রতি গভীর সমবেদ