
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী মৃত্যুতে ও সকল প্রয়াত নেতাকর্মীদের প্রতি শোক জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হরিপুর উপজেলা বিএনপি উদ্যোগে বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি জেড মুর্তজা চৌধুরী তুলা, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ওবাইদুল্লাহ মাসুদ,হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক সভাপতি আধ্যাপক করিমুল হক মঞ্জু,জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল
ইসলাম, জেলা বিএনপির সদস্য ও ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুয়ানুল হক বিশ্বাস মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোতালেব হোসেন,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিব হাসান রিয়াদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতিগণ এবং নেতৃবৃন্দ প্রমূখ।
হরিপুর উপজেলা বিএনপি এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উল্লেখ হরিপুর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী গত করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২জুলাই মারা যায়।