Subscribe our Channel

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেয়ে খুশি ভূমিহীন ও গৃহহীন পরিবার

সুকুমার বাবু দাস,জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শিকটিহাড়ি গ্রামের ভূমিহীন শ্রী নিতেন রায়,তখন তিনি থাকতেন স্ত্রী এবং সন্তানদের নিয়ে একটি ভাড়া ঘরে । সে একজন ডে লেবার সেখানেই স্ত্রীকে নিয়ে একটি কক্ষে থাকতেন এবং খুব কষ্টে জীবন জাবন করতেন। তবে তাঁদের নিজের ঘর না থাকায় দুঃখ ঘুচাতে হতো প্রতিদিন। তবে এবারে ভাগ্য বদলে গেছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে নিতেন সহ ১৯০ পরিবারের।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর পেয়ে খুশি ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলো। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রথম এবং দিতীয় ধাপে মোট ১৯০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছে। এবং সার্বিক বিষয়ে নির্বাহী অফিসার আবু তাহের মো: শামসুজ্জামান সবসময় খোঁজ খবর নেন।
এ সময় তিনি নির্মাণকৃত ঘরের কোন ত্রুটি বিচ্যুতি না পেয়ে সন্তুষ প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প হলো আশ্রয়ণ প্রকল্প এই উপজেলায় প্রথম এবং দিতীয় ধাপে মোট ১৯০ টি ঘর নির্মাণ করা হয়েছে। পরিদর্শনকালে কোথাও অনিয়ম ও কাজে ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। আমি ঘরে বসবাসরত ব্যক্তিদের সাথে কথা বলে দেখেছি তাদের কোন সমস্যা নেই। সবকটা ঘর ভালো হয়েছে। সন্তুষজনক বলে মনে হয়েছে।
সরজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, সরকারি উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় মাননীয় প্রধানা মন্ত্রীর উপহার পাকা ঘর তৈরি হচ্ছে। সেই ঘর গুলোতে দুটি কক্ষ ছাড়াও সেই ঘরের সামনে থাকছে বারান্দা, পেছনে রান্নাঘর, টয়লেট ও স্টোর রুম ।
ঘরের ২ শতাংশ জমিও তাঁদের নামে লিখে দেওয়া হয়েছে (বন্দোবস্ত)। প্রকল্প সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে দেশে দুই ধরনের মানুষকে ঘর করে দিচ্ছে সরকার। প্রথমত, যাঁরা ভূমিহীন ও গৃহহীন।
আরেক ধরনের মানুষ আছেন, যাঁদের ১ থেকে ১০ শতাংশ পর্যন্ত জমি আছে, কিন্তু ঘর নেই কিংবা থাকলেও একেবারে জরাজীর্ণ। গত বছরের জুন পর্যন্ত এই দুই ধরনের মানুষের তালিকায় ঘর গুলো দেওেয়া হয়েছে।
উপকারভোগীরা বলেন আমরা মাননীয় প্রধানা মন্ত্রী উপহার ঘরগুলো পেয়ে খুব খুশি, ঘরের নির্মাণ কাজ খুব ভালো হয়েছে। উপকারভোগীরা মাননীয় প্রধানা মন্ত্রী সহ আটোয়ারী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামানকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *