Subscribe our Channel

আটোয়ারীতে ভোক্তা অধিকার আইনে ৪ সার ব্যবসায়ীর অর্থদন্ড

 আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে ভোক্তা অধিকার আইনে ৪ সার ব্যবসায়ীকে অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (০২ আগস্ট) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক, নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকের কাছে বেশী দামে সার বিক্রি ও দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে

 

 

 

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় সার ব্যবসায়ী বড়সিঙ্গিয়া গ্রামের আইয়ুব আলীর পুত্র রবিউল ইসলামকে ৫,০০০/-টাকা, বর্ষালুপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র কাউছারকে ৩,০০০/-টাকা, ছোটদাপ গ্রামের মৃত গিয়াস উদ্দীনের পুত্র মোঃ আব্দুস সাত্তারকে ৩,০০০/- টাকা এবং নলপুখরী গ্রামের খাইরুল আলমের পুত্র মোঃ সারোয়ারকে ১,০০০/-টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। ওই সময় স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরা করায় আশরাফ নামের একজনকে দ: বি: ১৮৬০ এর২৬৯ ধারায় ১০০/- টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

 

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন,ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতাকারী পুলিশ ফোর্স সহ স্থানীয় গণমাধ্যমকর্মী। আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *