
মোঃ তোতা মিয়া :
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর গুলো পরিদর্শন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম ও নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন। পঞ্চগড় সদর উপজেলায় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের টেংগনমারী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণের ঘর পরিদর্শন করেছেন।
এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি নির্মাণকৃত ঘরের কোন ত্রুটি বিচ্যুতি না পেয়ে সন্তুষ প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প হলো আশ্রয়ণ প্রকল্প। এই গ্রামে ১০ টি ঘর নির্মাণ করা হয়েছে।
পরিদর্শনকালে কোথাও অনিয়ম ও কাজে ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। আমি ঘরে বসবাসরত ব্যক্তিদের সাথে কথা বলে দেখেছি তাদের কোন সমস্যা নেই। সবকটা ঘর ভালো হয়েছে।
সন্তুষজনক বলে মনে হয়েছে। পরে তিনি বাসিন্দাদের মাঝে প্রধামনন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জহিরুল ইসলাম, নির্বাহি অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি সহ ইউনিয়নের ইউপি সদস্যৱা।