Subscribe our Channel

রংপুরে পঞ্চম দিনে মানবতায় মানুষ রংপুরের জনসচেতনামূলক কার্যক্রম

অলোক নাথ, রংপুর প্রতিনিধি :

 

সারাদেশে চলমান সরকারের সাত দিনের সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন। নগরীর সড়কে মানুষ ও যানবাহনের পাশাপাশি রিকশার উপস্থিতি বেড়েছে। সরকারি-বেসরকারি অফিস ও পাড়া মহল্লার যে সমস্ত দোকান গুলো বন্ধ রাখার কথা বলা হলেও বেশ কিছু অফিস ও দোকানপাট খোলা রয়েছে আর মূলত সেইসব অফিস ও দোকানগামী মানুষের কারণেই সড়ক এবং পাড়া মহল্লায় মানুষের সংখ্যা বেড়েছে।

 

 

 

 

সামাজিক সংগঠন মানবতায় মানুষ রংপুর এর পক্ষ হতে আজ(৫ জুলাই) সোমবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পযর্ন্ত রংপুর নগরীর আর.সি.সি মোড়, পূর্ব শালবন বোতলা মোড়, খাসবাগ, সাতমাথা, মাহিগঞ্জ, গোসাইবাড়ি, ডিমলা, রবার্টসগঞ্জ, বৈরাগী পাড়া, কামাল কাছনা বাজার হয়ে শালবন ইন্দার মোড়ে হ‍্যান্ড মাংকিং মাধ্যমে সরকারের স্বাস্থ্যবিধি মানতে এবং অপ্রয়োজনে ঘর হতে বের না হওয়ার আহ্বান জানানো হয়। এই সময় সামাজিক সংগঠন মানবতায় মানুষ রংপুর এর পক্ষে ২০০শ’ মাক্স উক্ত এলাকায় অসচেতন মানুষ সহ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

 

 

 

 

এই সময় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুন্নবী ফুলু বলেন, তিনি তার ২৫ নং ওয়ার্ড বাসীকে সরকারের বিধিনিষেধ মেনে মাক্স পরিধান করতে বলেন। অপ্রয়োজনে বাইরে বের হতে মানা করেন।

 

 

 

পূর্ব শালবন বোতলা পাড়ার বৈশাখী যুব সংঘের সাধারণ সম্পাদক রতন বলেন, আমরা বৈশাখী যুব সংঘের পক্ষ হতে সামাজিক সংগঠন মানবতায় মানুষ রংপুর এর সাধারণ সম্পাদক অলোক নাথকে আমি ব‍্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সকল কে লগডাউনের বিধিনিষেধ মানতে,মাক্স পরিধান করতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না আসার অনুরোধ জানাচ্ছি।

 

 

 

 

রংপুর বাসদের আহ্বায়ক অমরেড কুদ্দুস বলেন, সরকারের দেয়া লকডাউন মেনে চলতে আহ্বান জানান এবং সরকারের প্রতি অনুরোধ করেন যে, যাদের ঘরে খাবার নেই সরকার যেনো নিজস্ব তত্ত্বাবধানে তাদের খাবারের ব‍্যবস্থা করে দেন।

 

 

 

কর্মহীন মানুষের খাবার সংকটে যোগাযোগ করুনঃ (১) এ,বি,এম সিরাজুম মনির বাশার (সভাপতি রংপুর মহানগর যুবলীগ। মোবাঃ০১৭১২৪৭৪১৪৪ (২) শাহরিয়ার মিম (ডি আর বি টিভি রংপুর) মোবাঃ০১৮৩৩৩৪৮২২২ (৩) জেলা প্রশাসক রংপুর কল করুন : ৩৩৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *