
ছবি :সামিউল ইসলাম মুন্না
আবু বক্কর সিদ্দিক :
দেশে সরকার ঘোষিত সাত (৭) দিনের কঠোর লকডাউনের চার দিনে ৪ জুলাই রোজ রবি বার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী কঠোর লকডাউনকে সফল করতে পীরগঞ্জ পশ্চিম চৈারাস্তা থেকে শুরু দায়িত্ব পালনে মাঠে অবস্তান করছেন।
আজ ৪ জুলাই সকালে পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর একটি টিম লকডাউন কার্যকর করতে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অন্যান্য দিনের মতো আজ মানুষের ভীড় দেখা যায়নি, দোকান পাটও বন্ধ থাকতে দেখা গেছে। সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন ।
সেনাবাহিনীর সদস্যরাও লকডাউন কার্যকর করতে আলাদা ভাবে টহল প্রদান করে।
এসময় জরুরি প্রয়োজন ছাড়া যারা সড়কে বেরিয়েছেন তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সতুস্ফুত ভাবেই সরকার ঘোষিত সাত দিনের ৪ দিনের লকডাউন পালিত হচ্ছে।