
মোঃ আব্দুল্লাহ ইয়াছিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
গত ২৭জুন লিডার্স স্কুল এন্ড কলেজে এক টাকায় বৃক্ষরোপণ কতৃক আয়োজিত ভিন্নধর্মী ইভেন্ট চ্যালেঞ্জ ফর ফিউচারের উদ্বোধন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, লিডার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল আবু নাসের,, মোঃ তোহা, বিএসপি,এসজিপি,এএফডব্লিউসি,পিএসসি ।
লিডার্স স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, বালুচরা স্কুল মাঠে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেনঃ লিডার্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা, সাবেক শিশু সাংবাদিক শেখ আব্দুল্লাহ ইয়াছিন, চ্যালেঞ্জ ফর ফিউচার ইভেন্ট মেন্টর শরিফুল ইসলাম ও এক টাকায় বৃক্ষরোপণের সমন্বয়ক নুরুল আবেদিন রাকিব।
কর্ণেল আবু নাসের ও মোঃ তোহা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। কর্ণেল আবু নাসের বলেনঃ সকলকে এতে অংশ গ্রহণের আহ্বান জানান এবং বলেন আমরা আমাদের কর্মসূচির আওতায় এই বছর অন্তত এক হাজার গাছ লাগাতে সক্ষম হবো , সবাই আমাদের কর্মসূচির সাফল্য কামনা করে দোয়া করবেন।
ভিন্নধর্মী এই ইভেন্ট নিয়ে এক টাকায় বৃক্ষরোপণের সমন্বয়ক নুরুল আবেদিন রাকিব বলেনঃ দিন দিন আমাদের দেশের তাপমাত্রা বাড়ছে। আমরা বড় একটা সময় কোভিড পরিস্থিতিতে ঘরে আছি,, আমরা যদি নিজ বাসায় একটা করে গাছ রোপণ করি এবং অন্য উৎসাহ দেয়, তবে মন্দ কি,, এই আয়োজনে অন্তত এক হাজার জন অংশ নিলে আমাদের তিন হাজার গাছ রোপণ হয়ে যাবে।
আমরা ভার্চুয়াল এই শক্তিকে কাজে লাগাতে চাই,, সে চিন্তা থেকেই এমন উদ্যোগ। এই কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীদের হতে র্যাফেল ড্র এর মাধ্যমে পাচঁজন বিজয়ীকে পুরুষ্কার প্রদান করা হবে।
গত ২৭জুন শুরু হওয়া চ্যালেঞ্জ ফর ফিউচার চলবে পুরো বর্ষাকাল জুড়ে অর্থাৎ আগামী ১৭ আগস্ট ২০২১ এ আয়োজনটি সম্পূর্ণ ভাবে কাজ শুরু করবে।