Subscribe our Channel

সোনাগাজীতে সমবায়ের একদিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

 গাজী মোহাম্মদ হানিফ, ফেনী :-

ফেনী জেলা সমবায় কার্যালয় ও সোনাগাজী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একদিনের ভ্রাম্যমাণ (রাজস্ব) প্রশিক্ষণ কোর্স ১৬/০৬/২০২১ খ্রি: সকাল ১১টায় সোনাগাজী উপজেলা ভিডিও কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ ওবাইদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এম জহিরুল হায়াত।

 

 

জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক ও কোর্স পরিচালক মোঃ ইকবাল হোসেন ভূঞা’র সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমান, সহকারী প্রশিক্ষক জেলা সমবায় কার্যালয় ফেনী এরফানুল হক।

 

 

 

প্রশিক্ষণে সোনাগাজী উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, উৎপাদনমুখী সমিতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বর্তমান সরকারের এসডিজি অর্জনে সমবায়ের ভুমিকা বিষয়ক আলোচনা করেন- অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এম জহিরুল হায়াত।

 

 

 

উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য বিষয়ক আলোচনা, সমিতির ব্যবস্থাপনা, হিসাব হালনাগাদ করণ, সমবায়ের মাধ্যমে মৎস্য চাষ, মৎস্য চাষে সফলতার কৌশল সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রশিক্ষক ও উপস্থিত অতিথিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *