
মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর ভাসানচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় সিরাজ (৩৭) নামে একজনের ডান হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ। বুধবার ২রা মে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও লুটের মালামাল ভাগবাটোয়ারা নিয়ে রোহিঙ্গা সিরাজ-আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে একদল হামলা চালিয়ে সিরাজের ডান হাতের কবজি কেটে নিয়ে যায়।
রোহিঙ্গাদের মধ্যে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাদক ব্যবসা ও লুটপাটের মালামাল নিয়ে প্রায়ই নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হচ্ছে। তারা নিজেদের দাবি আদায় বাদ দিয়ে এখন আধিপত্য বিস্তার নিয়ে সহিংসতায় জড়াচ্ছে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, আহত সিরাজকে ভাসানচরের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রোহিঙ্গা ইমান হোসেনের ছেলে। তিনি আরও বলেন, সিরাজের হাতের বিচ্ছিন্ন কবজি উদ্ধার করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।