
তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় জেলা নিজস্ব প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার তেঁতুৃলিয়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই কুরআন তিলাওয়াত এবং ক্লাব সদস্য ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করা হয়।
সোমবার দুপুরে তেঁতুলিয়া ডাকবাংলোর বেরং কমপ্লেক্স হল রুমেউক্তসাধারন সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সায়েম, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মো: মজিবর রহমান, সিনিয়র সাংবাদিক এস.এম মোসলে হুদ্দিন হাসান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র প্রেস ক্লাবের সাংবাদিকগণ।
উক্ত সভায় পবিত্র কুরআন তিলাওয়াত পাঠ করেন, সাংবাদিক মুহম্মদ তরিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারন সম্পাকদ আব্দুর রাজ্জাক। এরপর বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, ক্লাবের সহ-সভাপতি আবু তাহের আনসারী, সিনিয়ির সাংবাদিক এম.এ বাসেত, সিনিয়র সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক এস.কে দোয়েল প্রমূখ।
উক্ত সাধারন সভায় বক্তরা ক্লাবের বিভিন্ন সমস্যা এবং কিভাবে একটি ক্লাব ঘরের নির্মাণ করা যায় সে নিয়ে আলোচনা করেন। সভায় সমাপনি বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মো: সোহরাব আলী। অত:পর দুপুরের ভোজন শেষে উপস্থিত সকলকে প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি করে গেঞ্জি বিতরণ করা হয়।
Aponak dhannabad
You are most welcome