Subscribe our Channel

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায়  ফের  মৃত্যু ৪ , শনাক্ত ৮২ জনের
নিজস্ব প্রতিবেদক :
বৈশ্বিক মহামারি   করোনাভাইরাসে  আক্রান্ত  হয়ে গত  ২৪ ঘণ্টায়  চট্টগ্রামে  ফেরর মৃত্যু ৪ জনের।  রোগী শনাক্ত হয়েছেন ৮২ জনের  । চট্টগ্রাম জেলাতে মোট শনাক্ত ৫৩ হাজার ৫৩ জনের।
মৃত্যু  ৬০৮ জনে । আজ ২৮ মে চট্টগ্রাম  সিভিল  সার্জন কার্যালয়  থেকে প্রকাশিত  প্রতিবেদনে এই তথ্যটি জানা যায় ।এদের মধ্যে  নগরটির ৬০ জন এমনকি  উপজেলার ২২ জন। সেই সাথে  গত ২৪ ঘণ্টাতে চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়  ল্যাবে  ২ জন, ফৌজদারহাট  বিআইটিআইডি  ল্যাবে ১৪ জন,  চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪ জন  এমনকি   চট্টগ্রাম  ভেটেরিনারি  ইউনিভার্সিটি  ল্যাবে  ৩০ জনের  করোনা  শনাক্ত করা হয়।
এসময়  সিভিল সার্জন  ডা. শেখ  ফজলে রাব্বি জানালেন, গতকাল চট্টগ্রাম এর বিভিন্ন ল্যাবে  ৫৮৭ নমুনা  পরীক্ষায়  ৮২ জনের দেহে মহামারি  করোনার শনাক্ত হয়।
এমনকি সেই দিন  চট্টগ্রাম মা  ও শিশু হাসপাতাল ৬ জন, , জেনারেল  হাসপাতাল  আরটিআর এল ল্যাবে  ২৩ জন এমনকি  মেডিকেল সেন্টার  ল্যাবে ৩ জন  করোনা  শনাক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *