
জাহাঙ্গীর আলম নিজস্ব প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৭নং রাতোর ইউনিয়নের রাতোর কৃষি ব্লকে আজ ১২/০৪/২০২১ইং সকাল ১১ টায় কৃষি খাতে কৃষকদের উদ্ভুদ্ধ করতে মাঠদিবস সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃসাবের আলম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো:আখতার হোসেন ।
৩০জন কৃষক নিয়ে গঠিত এই ব্লকের সভায় সভাপতিত্ব করেন রাতোর গ্রামের আদর্শ কৃষক জনাব মো:মহসিন আলী, সাবেক ইউ পি সদস্য। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবের আলম বলেন আমাদের উপজেলায় প্রায় ৫৩হাজার কৃষক, তারা যদি প্রত্যেকে স্মার্ট কৃষক হিসেবে কৃষি কাজ করে থাকে তবে এই উপজেলায় সরকারকে অনেক রাজস্ব উপহার দিতে পারবো। স্মার্ট কৃষক বলতে কৃষি অফিসার বুঝাতে চান যাদের কৃষি সম্পর্কে আধুনিক চিন্তা চেতনা কাজ করে। ভুট্টা, ধান,আলু,গম,সরিষা ইত্যাদি যেকোনো ফসল ফলাতে কোন সমস্যা হলে তৎক্ষনাৎ উপজেলা কৃষি কর্মকর্তা অফিসে যোগাযোগ করতে বলেন তিনি। কৃষাণীদের উদ্দেশ্য তিনি বলেন বাড়ির আশপাশে বিভিন্ন রকম সবজি চাষ সম্ভব।
যেমন লাউ,কুমড়া, শষা,আদা ও বিভিন্ন রকম শাক সবজি। এসময় কৃষি কাজে সহযোগিতার প্রয়োজন হলে উপ সহকারী কৃষি কর্মকর্তা শরণাপন্ন হতে বলেন তিনি। উক্ত সভায় প্রায় ২০০শ জন কৃষক কৃষাণী উপস্হিত ছিলেন।সকলকে করোনা সচেতনতা অবলম্বন করে চলার আহ্বান করেন তিনি।