Subscribe our Channel

পঞ্চগড়ে গৃহবধূর ধর্ষণ এর বিচার ধামাচাপা

প্রতিকৃতি ছবি

মোঃ তোতা মিয়া  :

পঞ্চগড় সদর উপজেলার ৭ নং হাড়িভাসা ইউনিয়নের। এক গৃহবধূ কে ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে ধরা খেলো বদরুজ্জামান (২৩ ) নামে এক যুবক। শনিবার ( ১০ এপ্রিল ) দিবাগত রাতে। সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ২নং ওয়ার্ডে শালুক পাড়া গ্রাম এই ঘটনা ঘটে । আটককৃত বদরুজ্জামান পাশের গ্রামের জামুরি পাড়ার আজিমুল ইসলাম এর ছেলে ।

 

জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শালুক পাড়া গ্রামের গৃহবধূ (১৯ ) তার স্বামী বাজারে গেলে পাশের গ্রামের অভিযুক্ত বদরুজ্জামান বাড়ি হওয়ার সুবাদে তার লোলুপ দৃষ্টি পড়ে ওই গৃহবধূর ওপর। বাসায় চলে আসি রাত সাড়ে নয়টায় সময় এবং ঘরের লাইট বন্ধ করে দেয় বদরুজ্জামান ।

 

কিছুক্ষণ পরে গৃহবধূর স্বামী বাসায় চলে আসলে ঘরের লাইট বন্ধ থাকায় এবং ঘরের ভেতর কোন শব্দ হলে, তার সন্দেহ বেড়ে যায় ।

 

পড়ে গৃহবধূর স্বামী মোঃ আব্দুল বারেক, তার বড় ভাইকে ডেকে এনে ঘরের ভেতর ঢুকে। এবং ঘরের মাচার নিচ থেকে বের করে আনে বদরুজ্জামান কে। পরে স্থানীয় লোকজন জড়ো হলে আজ রবিবার ( ১১ এপ্রিল ) স্থানীয় লোকজন সহ এবং ছেলে ও গৃহবধূ কে বিচারের জন্য ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হলে ।

 

 

ছেলে মেয়ে দুজনকে আগামী ২১ তারিখে বিচার করবে বলে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা বলেন আগামী ২১ এপ্রিল এ বিষয়ে বসে একটি কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে । এদিকে গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন আমি সঠিক বিচার পেলাম না আমার বউকে মাতাব্বরা তার বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন ।

 

 

আমি এর একটি সঠিক বিচারের দাবি জানাচ্ছি সকলের কাছে। ধর্ষক প্রভাবশালী হওয়ায় গরিবরা কি সারা জীবন এভাবে ধোকা খেয়ে মুখ বুজে থাকবে। আর কত আমরা এভাবে হুমকি-ধমকি ভয়ে মুখ বুজে থাকবো আপনারা বলুন। গৃহবধূর স্বামী গণমাধ্যমকর্মীদের কাছে আতুর করে বলেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *