Subscribe our Channel

রানীশংকৈলে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার করেছে পুলিশ
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৯ এপ্রিল শুক্রবার চুরি হয়ে যাওয়া তিনটি গরু উদ্ধার করেছে স্থানীয় লোকজনের সহায়তায় রানীশংকৈল থানা পুলিশ।স্থানীয়দের সাথে কথা বলার পরে জানা যায় রানীশংকৈল বাচোর ইউনিয়নে মহেশপুর(টেকিয়া) গ্রামের মোসলেমা বেগম (৫৫) এর গোয়াল ঘর থেকে ৮ তারিখ দিবাগত রাত আনুমানিক দেরটার সময় তিন টি গরু চুরি হয়ে যায়।
পরে স্থানীয়রা টের পেলে একপর্যায়ে খোঁজাখুঁজি শুরু করে পরে রাতেই সন্ধ্যারই সরকার পাড়া গ্রামের আবদুল মালেক(৫৫) এর নির্মাণাধীন বিল্ডিংয়ের টয়লেট এর ভিতর হইতে গরু ৩ টিকে উদ্ধার করে এলাকাবাসী। পরে রানীশংকৈল থানায় খবর দিলে ৩ টি গরু সহ এক জনকে আটক করে নিয়ে যায় এস এই আহসান হাবিব সহ সঙ্গীয় পুলিশ র্ফোস। এ ব্যাপারে রানীশনকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সত্যতা নিশ্চিত করে বলেন মোসলেমার ছেলে মোস্তফা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি গরু চুরি মামলা করেছে।
তিনি আরো জানান এ মামলায় দুই জন পলাতক ও আব্দুল মালেক নামে এক জন কে আটক করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *