
ফাইল ছবি :
আব্দুল করিম,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে মৌমাছির কামড়ে দুই সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামে । উল্লেখ্য, ওই গ্রামের জনৈক নির্মল চন্দ্রের পুত্র গোপাল চন্দ্র (৪০) অসুস্থতা জনিত কারনে নিজ বাড়ির উঠানে বসে ছিলেন।
এসময় আকষ্মিকভাবে মৌমাছির ঝাঁক এসে তাকে আক্রমণ করলে তিনি মাটিতে লুটে পড়েন। তার অবস্থা বেগতিক দেখে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত আটোয়ারী হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ সইফুজ্জামান বিপ্লব তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাও সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পূর্বেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এঅবস্থায় মৌমাছির কামড়ে তিনি আরো কাতর হয়ে পড়লে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।