
মোহাম্মদ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :
পঞ্চগড়ে ব্যাটারিচালিত পুরাতন একটি ভ্যান ছিনতাইয়ের জন্য চালক আলমগীর হোসেনকে (১৭) গলা কেটে হত্যা করেছে দুই যুবক। ছিনতাইকৃত ভ্যানটি মাত্র ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তারা। এ ঘটনায় তাদের গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- পঞ্চগড় উপজেলা সদরের সুকদেব পাড়ার জরিফ হোসেনের পুত্র ইউসুফ আলী (২৫), একই উপজেলার কামারভিটা গ্রামের আজগর আলীর পুত্র আশিক ওরফে বাবু (২১), ও পাটোয়ারী পাড়ার মোজাম্মেল হোসেনের পুত্র রফিকুল ইসলাম (৩৫)। এদের মধ্যে রফিকুল ইসলাম ছিনতাইকৃত ভ্যানটি কিনেছিলেন।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার (২৭ মার্চ) ইউসুফ ও বাবু যাত্রী হয়ে ভ্যানচালক আলমগীরের ভ্যানে ওঠেন।