Subscribe our Channel

রানীশনকৈল উন্নয়ন মেলায় যারা শ্রেষ্ঠ স্বাধীনতা পুরস্কার ও সম্মাননা পেলেন

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা চত্বরে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে গত ২৭ থেকে ২৮ মার্চ দুই দিনের জন্য উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। গত রবিবার ২৮ মার্চ রাত ৯ টায় সেমিনার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার ফিরোজ আলম, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর, সহ উপজেলার সরকারি বেসরকারি সকল অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন, মেলায় সরকারি-বেসরকারি জনগণকে সেবা দানকারী ১৮ টি প্রতিষ্ঠান স্টল বসিয়ে মেলায় অংশগ্রহণ করেন।যেমন উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি বিভাগ, উপজেলা প্রকৌশলী বিভাগ, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ, উপজেলা শিক্ষা বিভাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ, উপজেলা সমাজ সেবা বিভাগ, উপজেলা উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য বিভাগ, উপজেলা মৎস্য বিভাগ, উপজেলা মহিলা বিষয়ক, উপজেলা সমবায় বিভাগ, উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা আনসার ভিডিপি অফিস, উপজেলা খাদ্য বিভাগ, উপজেলা যুব উন্নয়ন অফিস ও বরেন্দ্র বিভাগ।

 

 

এদের মধ্যে তিনটি বিভাগ কে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ঘোষণা করা হয়। প্রথম স্থান অধিকার করে উপজেলা কৃষি বিভাগ,দ্বিতীয় স্থান অধিকার করে পল্লী বিদ্যুৎ সমিতি,ও তৃতীয় স্থান অধিকার করে বরেন্দ্র অফিস। এছাড়া আরো সরকারি ও বেসরকারি জন প্রতিনিধি সহ ৫ জন ব্যক্তি কে রানীশংকৈল উপজেলা কে উন্নয়নের কাজ করার জন্য শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়।শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে নির্বাচিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডাক্তার ফিরোজ আলম,উপজেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে নির্বাচত হয় কৃষি বিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচত হয় রানীশংকৈল পাইলট স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন।

 

 

ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয় ২ নং নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এবং রানীশংকৈলের শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয় কাশিপুর ইউপির তরুন প্রজন্মের মডেল শাহনেওয়াজ সোহাগ।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে কুইজ ও উপস্থিত বক্তৃতার প্রথম স্থান অধিকার করে আল জুবায়ের রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, দ্বিতীয় স্থান অধিকার করেন আহমেদ ইমতিয়াজ নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও তৃতীয় স্থান অধিকার করে ফরহাদ হাসান নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এছাড়াও এ উপলক্ষে রাণীশংকৈলের ৮ টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ১২ টি সংগঠনের মাঝে ধান ও গম কাটার রিপার মেশিন বিতরণ করা হয়।

 

দক্ষিণ ভান্ডারা দানা ফসল কৃষক গ্রুপ, চোপড়া নাপিতপাড়া দানা ফসল কৃষক গ্রুপ,কেউটান দক্ষিণপাড়া দানা ফসল কৃষক গ্রুপ, নেকমরদ ফরিদ পাড়া দানা ফসল কৃষক গ্রুপ,মনিষগাঁও দানা ফসল কৃষক গ্রুপ, ঝাড়বাড়ী দানা ফসল কৃষক গ্রুপ, কাশিপুর বটতলা দানা ফসল কৃষক গ্রুপ, পকম্বা চাকলা পাড়া দানা ফসল কৃষক গ্রুপ,হাড়িয়া দানা ফসল কৃষক গ্রুপ,সিদলী দানা ফসল কৃষক গ্রুপ,বনগাঁও স্কুল পাড়া কৃষক গ্রুপ ও আর্টকরা সবজি ফসল কৃষক গ্রুপ। পরে রানীশংকৈলের নাট্যকার জালালউদ্দিন জিল্লুর রচনা ও পরিচালনায় মনমুগ্ধকর এক মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক মঞ্চস্থ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *