
ছবি: আবু তারেক বাঁধন
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন ঢাকার একঝাঁক শিল্পী সহ ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল।
গত কাল (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পীরগঞ্জ পৌরবাসীর আয়োজনে জমকালো অনুষ্ঠানে সুরের মূর্ছনায় দর্শক মাতান ঢাকার এই জনপ্রিয় শিল্পী। খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষের ঢল নামে এই তারকার সংগীতানুষ্ঠানে। এদিন সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী সাজিয়া সুলতানা পুতুল ।
অনুষ্ঠানে গানগেয়ে দরশকদের মুদ্ধ করেন পীরগঞ্জ উপজেলার র্কতি সন্তান নিজামউদ্দীন জাহিন। দেশৈর স্যাটেলাইট জনপ্রিয় সংগীত পরিবেশনা টেলিভিশন গান বাংলার ইভেন্ট ম্যানেজার ও সুনামধণ্য যন্ত্রশিল্পী খাদেমুল ইসলাম সালমান। এতে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ্য সদস্য পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক ,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,উপজেলা নির্বাহী অফিসার রেজাউর করিম, এসিল্যান্ড তরিকুল ইসলাম,পীরগঞ্জ থানার ওসি প্রদীব কুমার রায়, উক্ত অনুষ্ঠানটি সনঞ্চালনা করেন পীরগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপি নুরুননবী চঞ্চল। এই আয়োজনের ফলে দীর্ঘ দিন পর সংগীতপ্রেমীদের বিনোদনের খোরাক জুগিয়েছেন বলে স্থানীয়দের ধারণা। এদিকে সংগীতানুষ্ঠানের শুরুতে স্থানীয়া শিল্পীরা গান পরিবেশন করেন।