Subscribe our Channel

তার জীবনের সেরা পুরস্কারটি ছুঁয়ে দেখতে পেলেন না তিনি 
নিজস্ব প্রতিবেদক:
সবারই ধারণা বেঁচে থাকলে নিয়মিতই কাজ করতেন সিনেমার পর্দায়। বেশ কিছু অসাধারণ চরিত্রে তাকে দেখা যেত। দর্শকদের মাতাতেন তার নতুন নতুন লুক আর চরিত্রে। অবশেষে সব কল্পনাকে স্থগিত করে বলিউড অভিনেতা ইরফান খান চলে গেছেন না ফেরার দেশে।

অবশেষে তার মৃত্যুর শোকের বিষাদ এখনো লেগে আছে বলিউডের সব জায়গায়। সেই কৃতিত্বে নতুন করে ছড়িয়ে গেল ইরফান খান ফিল্মফেয়ার আজীবন সম্মাননার পুরস্কার জয় করার ইতিহাস।

গত শনিবার রাতে মুম্বাইয়ের এক হোটেলে  ফিল্মফেয়ারের ৬৬তম আসর অনুষ্ঠিত হয়। এই অ্যাওয়ার্ড ছুঁয়ে দেখা হলো না এই  কিংবদন্তির ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *