
ক্রীড়া প্রতিবেদকঃ
দেশটির ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচেটি তুলনা মূলক দুর্বল জর্জিয়ার বিপক্ষে জয় পেতে রীতি মতোই শরীরের ঘাম ঝরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এর। এমনকি ম্যাচটির নির্ধারিত সময়ের ৯০ মিনিট শেষ হতেই অতিরিক্ত যোগ করা দ্বিতীয় মিনিটে জয় সূচক গোলটি করেন দানি ওলমো।এই গোলের সুবাদেই বাছাই পর্বে প্রথম জয় পেলেন স্পেন। তবে এর আগে গত শুক্রবার গ্রিসের সাথে ১-১ গোলে ড্র করেছিলেন তারা।
দেশটির জর্জিয়ার বিপক্ষে জেতার পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের দুই নম্বরে অবস্থান করছে স্পেন। তবে এখানে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে দেশটির সুইডেন। দুই ম্যাচ পরেই দেশটির স্পেনের মতো অবস্থায়ই রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির ফ্রান্স।
গতকাল তারা কাজা খাস্তানের বিপক্ষ হয়ে পেয়েছেন ২-১ গোলের কষ্টার্জিত জয়। প্রথমে ও সুমানে দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর, আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে ফ্রান্সের।দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেন কাইলিয়ান এমবাপে।
এমনকি এতে করে ম্যাচের ফলে কোনো প্রভাই পড়েনি। তবে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের সাথে ১-১ গোলে ড্র করেছিলেণ তারা । গতকাল তারা ১-০ গোলে হারিয়েছেন রোমানিয়াকে।
এমনকি দলের পক্ষে ম্যাচের মাএ ১৬ মিনিটে জয়সূচক গোলটি করেছেন সার্জ জিনাব্রি । এতে সুযোগ পেলেও গোল করতে পারেনি তারা । এমনকি এর আগে গত শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে আইস ল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল জোয়াকিম লো’র এই শিষ্যরা।