
দাবানলে দগ্ধ বোচাগঞ্জেরর ৭টি দুস্থ পরিবার
জয়ন্ত রায়, বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ২ নং ইসানিয়া ইউনিয়ন পরিষদের বাড়েয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পত্যক্ষদর্শী ক্ষিরত রায় বলেন, আজ রাত ১:৪০ মিনিটে বিদ্যুৎ এর লাইন হতে আগুন লাগে তারপর চারদিকে ছড়িয়ে পড়ে। ১ম আমার বাড়িতেই আগুনের সুত্রপাত হয়। কান্নাস্বরে বলেন আমার একটি গরু দগ্ধ হয়ে পরে রয়েছে, ছাগল ৫ টা পুড়ে ছাই হয়ে পরে রয়েছে।
হাঁস, মুরগীর তো কোন ছাই ও খুজে পাবেন না। আরো বলেন এলাকার মেম্বার দুলাল হোসেন, আমি রাত্রে এসে আগুন নিভিয়ে বাড়ি গেছি। বোচাগঞ্জ ও পীরগঞ্জ থেকে ২ টি দমকল কর্মীর দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ৭ টি পরিবারের অনেক ক্ষতি হয়েছে, যা মেনে নেওয়ার মত নয়। শ্যামলের ও তার ২ ছোট ভাইয়ের ১ টি করে ছাগল ও মোট ১৩টি হাঁস ও ৯ টি মুরগী পুরে ছাই হয়ে রয়েছে। সাংবাদিককে বলেন, চালের বস্তা গুলো পুড়ে কি অবস্থা দেখেন, ইস রে!!! কান্না বিজরিত কণ্ঠে মহিলা বলেন, আমরা এখন কি করবো, কি খাবো, কি পড়বো??? আমাদের ছেলে-মেয়ের বই খাতা, কাপড়, থালা-বাসন, বিছানা-পত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে চেয়ারম্যান উৎপল রায় (বুলু) বলেন, আমরা সরকারী অনুদান ৭ টি পরিবারকে ২ বান করে টিন ও ৫ টি করে কম্বল দিলাম। খাবারের জন্য ব্যবস্থা করবো। তবে এক সাথে ৭ টি পরিবারের সর্বস্ব এভাবে চলে যাবে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আরো বলেন ওয়ার্ড সদস্যা ঝর্ণা বেগম, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক চলে আসছি। এখন পর্যন্ত আছি।
সকালে ৭ টি পরিবারের জন্য ১ কেজি করে মুড়ি ও জন প্রতি ২ টি করে পাউরুটি নাস্তার জন্য দিয়েছি। উপজেলা নির্বাহী অফিস থেকে পাঠানো ( PIO) সহকারী গজেন্দ্র বলেন, আমি আসলাম ছবি তুলে নিয়ে যাচ্ছি।
সরকারী সহায়তা যতটুকু দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা করবো। তাড়াছা আমাদের ইউএনও স্যার ঘটনাস্থলে পরিদর্শন করতে আসতে পারেন।