Subscribe our Channel

লেবার শ্রমিক ছাদ থেকে পড়ে মৃত্যু

লেবার শ্রমিক ছাদ থেকে পড়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার হাজারীবাগে রায়েরবাজার নামক এলাকাযতে  নির্মাণাধীন একটি ভবন থেকে সিঁড়িটির  ফাঁকা স্থান হতে  পড়ে গিয়ে মো. ফারুক ইসলাম (২৮) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয় । গতকাল ৪ মার্চ সন্ধ্যা আনুমানিক  ৬ ; ৩০ সময়  এই দুর্ঘটনা ঘটে। ফারুক ইসলাম রাজশাহী গোদাগাড়ী নামক উপজেলা তালাইকুন্দলিয়া স্থান নামক গ্রাম এর রুহুল আমিন এর সন্তান ।

 

রায়েরবাজার নামক সেই  নির্মাণাধীন ভবনটিতে তিনি থাকতেন । মৃত ব্যাক্তির একজন স্ত্রী এমনকি তিনটি সন্তান রেখে যান ।  এসময় মৃত ফারুকের ভাই মানিক পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানালেন, ফারুক কাজ না থাকাতে সন্ধ্যা আনুমানিক  ৬ ; ৩০ সময়  দিকে হাজারীবাগের রায়েরবাজার নামক এলাকায় ১০ তলা একটি   নির্মাণাধীন ভবনটির পাঁচতলার সিঁড়িতে বসেছিল।

 

এসময় তিনি  সিঁড়িটির ফাঁকা স্থানের হুট করে মাথায় প্রচন্ড বেধা হলে নিচে পড়ে যায় । তিনি সে সময় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

এর পড়ে তার  অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতেই আনুমানিক রাত ৯টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এমনকি উক্ত ঘটনাটি  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানালেন, তার এই মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে  ।

 

উক্ত বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানালেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *