Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে অদৃশ্য শক্তির হস্তক্ষেপে বন্ধ ক্লিনিক ১২ ঘন্টা পরেই চালু

ঠাকুরগাঁওয়ে অদৃশ্য শক্তির হস্তক্ষেপে বন্ধ ক্লিনিক ১২ ঘন্টা পরেই চালু

এমদাদুল ইসলাম ভূট্টো নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসামত তেওয়ারীগাঁও মুন্সিপাড়া মূল সড়কের পাশেই গড়ে উঠা জনসেবা ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারের মালিক কৃষ্ণরায়কে ভ্রাম্য আদালতের জরিমানা ও ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেয়ার ১২ ঘন্টা পরেই অদৃশ্য শক্তির হস্তক্ষেপে আবারও চালু হয়েছে, এতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। বুধবার (৩ মার্চ) সন্ধায় মোবাইল কোর্টের মাধ্যমে অনিয়মের অভিযোগে ক্লিনিকের মালিককে ৫হাজার টাকা জরিমান করেন এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (নেজারত, ট্রেজারি শাখা) মো. আব্দুল কাইয়ুম খান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ফারুক হোসেন, ড্রাগ সুপার ভাইজার প্রমুখ। স্থানীয়রা জানায় দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানটি সরকারি নির্দেশনা অমান্য করে ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল ও বৈধ্য কাগজপত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। ইতিপূর্বে লিখিত ভাবে শতর্ক করা হলেও, তা অমান্য করে গায়ের জোড়ে প্রভাব খাটিয়ে বহাল তবিয়তে নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়। মেডিকেল অফিসার ডা. মো. ফারুক হোসেন বলেন ওই ক্লিনিকটির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। বন্ধের পর ক্লিনিকে থাকা সকল রোগীকে আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল কাইয়ুম খান বলেন ক্লিনিক মালিক কৃষ্ণ রায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমান পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সরকারি নির্দেশনা অমান্য করে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করবেন না বলে আন্ডার টেকিং নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *