
নিজস্ব প্রতিবেদক (চট্রগ্রাম) :
চট্টগ্রাম শহরের লোহাগাড়া নামক স্থানে মাছের প্রজেক্টে পানির সেচের পাম্পটি চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিউল আলম (৪০) নামে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল ১৪ মার্চ রাতে উপজেলার চরম্বা নামক ইউনিয়নে এই দুর্ঘটনাটি ঘটে। উক্ত বিষয়টি নিশ্চিত করলেন লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। এসময় জানা যায় নিহত শফিউল আলম চরম্বা ইউনিয়নের ওয়াহিদের পাড়ার মৃত কবির আহমদের সন্তান ।
নেখানকার বসবাসরত স্থানীয়রা জানালেন, গতাকাল রোববার সন্ধ্যার দিকে শফিউল তার নিজস্ব মাছের প্রজেক্টে পানির পাম্প চালু করতে যায়। সেখানে তার অসাবধানতার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে এর পরে স্থানীয়রা তাতে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এমনকি পরিদর্শক রাশেদুল ইসলাম পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানালেন, উক্ত খবরটি পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবেেএই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।