
প্রবাসের খবর :
দেশটির কুয়েতে অবস্থানরত বাংলাদেশ এর অনেক ইলেকট্রনিক এমনকি প্রিন্ট মিডিয়া কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের প্রেস ক্লাব গঠন করার জন্য দ্বিতীয় বারের মতো এই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
গতকাল ১৩ মার্চ দেশটিকে এক সিটি অফিসে উক্ত বর্ধিত সভাটি আয়োজি হয়েছিল।
এসময় এনটিভি’র প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনে’র সভাপতিত্বে এবং বাংলা টিভি’র প্রতিনিধি আ হ জুবেদের সঞ্চালনাতে । এমনকি এ সময় উপস্থিত ছিলেন, ডিবিসি এবং জাগো নিউজ এর প্রতিনিধি মোহাম্মদ হেবজু।
এমনকি এসময় আরও উপস্থিত ছিলেন- সাদেক রিপন, মোহাম্মদ জালাল উদ্দিন,আনোয়ার আকাশ, সেলিম হাওলাদার, সময় শরীফ মিজান আরো অনেকেই ।
উক্ত বর্ধিত সভাতে বক্তারা জানালেন, আমরা সকলে প্রবাসেও দেশের কৃষ্টি কালচার সাহিত্য সংস্কৃতি ছড়িয়ে দিতে এমনকি প্রবাসীদের স্বার্থ-রক্ষাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য গণমাধ্যম কর্মীদের একটি প্লাটফরম তৈরি করা জরুরি।
এছাড়াও প্রেস ক্লাব গঠনের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনায় তুলে ধরা হয়।
সংগঠনটির কলাকৌশল ও নীতিমালা প্রণয়ন করে চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন করতে শিগগিরই ক্লাবটির যাত্রা শুরু করে সংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে একমত পোষণ করে সংবাদকর্মীরা।
কুয়েতের করোনাভাইরাসের ফলে ৭ মার্চ থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে সকাল ৫টা পর্যন্ত ১২ ঘণ্টা এক মাসের আংশিক কারফিউ চলছে। এই পরিস্থিতি স্বাভাবিক হলেই আনুষ্ঠানিক যাত্রা করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।