Subscribe our Channel

বিশ্বনবি যে দোয়া সবসময় পড়তে বলেছেন /

পীরগঞ্জ নিউজ ধর্ম ডেক্স :

শিরক হচ্ছে  সবচেয়ে বড় ধরনের একটি  জঘন্য অপরাধ ।এটি একটি কবিরা গোনাহ, তাওবাহ ছাড়া আল্লাহ তাআলা শিরকের গোনাহ ক্ষমা করবেন না ।কুরআনুল কারিমের শিরককে সবচেয়ে বড় জুলুম বলে উল্লেখ করা হয়েছে ।হযরত লুকমান তার ছেলেকে শিরক করা থেকে বিরত থাকার নসিহত দেয়ার সময় এ কথা বলেন ।

 

পবিএ কুরআনে এসেছে  – যখন লোকমান উপদেশচ্ছলে তার পুত্রকে বলল- হে ছেলে!  আল্লাহর সাথে শরিক করো না । নিশ্চয় আল্লাহর সাথে ( কাউকে ) শরিক করা মহা জুলুম । ( সুরা লোকমান :১৩ ) না ।পবিএ  কুরআনুল কারিমের অনেক জায়গায় শিরক না করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। এ শিরক হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতি বড় অত্যাচার।

 

 

মহান আল্লাহর সাথে  সকল ধরনের ছোট-বড় জানা-অজানা শিরক থেকে বেঁচে থাকতে তাঁরই কাছে আশ্রয় কামনার দোয়া শিখিয়েছেন স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

 

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আসতাগফিরুকা লিমা লা আলামু। (মুসনাদে আহমাদ) অর্থ : ‘হে আল্লাহ!মুমিন মুসলমানের উচিত, সব সময় আল্লাহর কাছে হাদিসে ঘোষিত এ দোয়া করা।

যাতে জানা-অজানা উভয় অবস্থায় শিরক থেকে বাঁচা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *