Subscribe our Channel

পীরগঞ্জ ডায়া‌বে‌টিকস হাসপাতাল এর আ‌য়ো‌জিত সম্মাননা-২০২১

প্রতি‌নি‌ধি: লাইসুর রহমান: ঠাকুরগাঁও‌য়ে পীরগঞ্জ উপ‌জেলার  বিশ  (২০) শয‌্যা বি‌শিষ্ট পীরগঞ্জ ডায়া‌বে‌টিকস হাসপাতাল  এর আ‌য়ো‌জিত পীরগঞ্জ পৌরসভার নব নির্বা‌চিত  মেয়র ও কাউ‌ন্সিলর বৃন্দ‌কে সম্মাননা- ২০২১  প্রদাণ ক‌রেন।  উক্ত  সম্মননা অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন প্রধান অ‌থি‌তি স্বাধীনতা পদক প্রাপ্ত, অধ‌্যাপক এ কে আজাদ খান, সভাপ‌তি বাংলা‌দেশ ডায়াবে‌টিক স‌মি‌তি। হা‌ফিজ উ‌দ্দীন আহ‌মদ, সা‌বেক সংসদ সদস‌্য ঠাকুরগাঁও-৩ এবং পীরগঞ্জ ডায়া‌বে‌টিক স‌মি‌তি সভাপ‌তি। প্রফেসর  নুরুল ইসলাম স‌নি,  পীরগঞ্জ ডায়া‌বে‌টিক স‌মি‌তি সহ-সভাপ‌তি। নব নির্বা‌চিত মেয়র ইকরামুল হক, বীর মু‌ক্তি‌যোদ্ধা ও পীরগঞ্জ ডায়া‌বে‌টিক স‌মি‌তি সহ-সভাপ‌তি । উপাধ‌্যক্ষ ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক পীরগঞ্জ ডায়া‌বে‌টিক স‌মি‌তি। অধ‌্যক্ষ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক পীরগঞ্জ ডায়া‌বে‌টিক স‌মি‌তি। স‌লেমান আলী, পীরগঞ্জ ডায়া‌বে‌টিক স‌মি‌তি অর্থ সম্পাদক। শি‌রিন বেগম, দাতা ও কার্যকারী সদস‌্য পীরগঞ্জ ডায়া‌বে‌টিক স‌মি‌তি।আরও উপ‌স্থিত ছি‌লেন, পীরগঞ্জ উপ‌জেলার ডায়া‌বে‌টিক স‌মি‌তি সদস‌্য ও জনসাধারণ। পীরগঞ্জ নব নির্বা‌চিত পৌরসভার মেয়র ও কাউ‌ন্সিলর বৃন্দ‌দের ‌নিকট পীরগঞ্জ ডায়া‌বে‌টিস হাসপাতাল    কর্তৃক আ‌য়ো‌জিত সম্মাননা প্রদান ক‌রেন।  উপাধ‌্যক্ষ ফয়জুল ইসলাম, পীরগঞ্জ বিশ (২০) শয‌্যা ডায়া‌বে‌টিস হাসপাতালের নিকট অর্থ দানে জন‌্য সক‌লের প্রতি আহ্বান ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *