Subscribe our Channel

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা  ডিগ্রী কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে সোমবার ( ২৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কলেজ মাঠে ছাত্রীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে কলেজের জ্যেষ্ঠ প্রভাষক(বাংলা) ও ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষের ছাত্রী ভর্তি কমিটির আহবায়ক মোঃ ইয়াবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি মোঃ ফকরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক( হিসাব বিজ্ঞান) অভিনাশ চন্দ্র বর্মন, সহকারী অধ্যাপক( ইসলাম শিক্ষা) আ.ন.ম ওবায়দুল্লাহ, প্রভাষক ( কৃষি শিক্ষা) নাদিরা বেগম, প্রভাষক (পদার্থ বিদ্যা) মোঃ ওজিফুল হক, জ্যেষ্ঠ প্রভাষক ( সমাজ বিজ্ঞান) মোঃ মজনুল ইসলাম নয়ন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, রজনীকান্ত বর্মন, হামিদুর রহমান, মোমিনুল হক, যতীশ দাস, রেজাউল করিম, সফিকুল ইসলাম, মহানন্দ দাস, আজিজুল ইসলাম প্রমুখ ।

এ সময় ছাত্রীদের  ভবিষ্যতে ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবকগণের নিকট থেকে অঙ্গিকার নেওয়া হয় এবং ভাল ফলাফল করে কলেজকে নারী শিক্ষার ক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অধ্যক্ষ আব্দুল মান্নান। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থতি, পড়াশুনায় মনোযোগী হতে হবে। এসময় অভিভাবকদের মতামত গ্রহণ করেন এবং উপস্থিত অভিভাবকগণের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ আব্দুল মান্নান। সমাবেশ শুরুতেই কলেজের শরীর চর্চা শিক্ষক মরহুম আনোয়ার হোসেনের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *