Subscribe our Channel

যুবদল নেতার আত্মার মাগফিরাত কামনায় পীরগঞ্জে কোরআন খতম

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের  পীরগঞ্জে  বাংলাদেশ  জাতীয়তাবাদী  যুবদল  কেন্দ্রীয়  নির্বাহী  কমিটির  সহ  সাধারন  সম্পাদক  ও রংপুর  বিভাগীয়  সাংগঠনিক  টিমের  অন্যতম  সদস্য  জি এস  বাবুলের  আত্মার  মাগফেরাত  কামনায়  কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

গত শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের  সিনেমা হল রোডে যুবদলের অস্থায়ী কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে পীরগঞ্জ উপজেলা যুবদল।  খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পীরগঞ্জ মুক্তিযুদ্ধা মাদ্রাসা ও এতিমখানার মুহাতামীম।  খতমে  কোরআন  শেষে  যুবদল নেতা  জি এস  বাবুলের  আত্মার  মাগফিরাত  কামনা  করে  বিশেষ  মোনাজাত  ও  তার  জীবনের  সমস্ত  গুনাহ  মাফ  চেয়ে  বিশেষ  মোনাজাত  পরিচালনা  করা  হয়।

 

 

 

 

দোয়া  মাহফিলে  উপস্থিত  ছিলেন  ঠাকুরগাঁও  জেলা  বিএনপির  তাঁতী  বিষয়  সম্পাদক  অধ্যাপক  জিল্লুর  রহমান  জুয়েল ,  পীরগঞ্জ  উপজেলা  পরিষদের  ভাইস  চেয়ারম্যান  সুকুমার  রায় ,  উপজেলা যুবদলের  আহবায়ক  নজমুল  হুদা  মিঠু,  সদস্য  সচিব  দিদারুল  ইসলাম  রানা, উপজেলা  যুবদলের  যুগ্ম  আহবায়ক  নুরে  আলম  সিদ্দিকী  কনক ,  সেলিম  রেজা,  ফারুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *