Subscribe our Channel

কাহারোলে   টেনিস  গ্রাউন্ড  এর  ভিত্তি  প্রস্তর  উদ্বোধন !

নিজস্ব প্রতিনিধি:

 

মুজিব  শতবর্ষের  উপহার  হিসেবে  দিনাজপুরের  কাহারোলে  টেনিস  গ্রাউন্ড  এর   ভিত্তি  প্রস্তর  উদ্বোধন  করা  হয়েছে ।  রোববার  উপজেলা  পরিষদ  চত্বরে  উপজেলা  প্রশাসনের   বাস্তবায়নে  টেনিস  গ্রাউন্ড  এর  ভিত্তি  প্রস্তর  উদ্বোধন  করেন  অনুষ্ঠানের  প্রধান  অতিথি  দিনাজপুর- ১  আসনের সংসদ  সদস্য  মনোরঞ্জন  শীল  গোপাল ।

 

 

 

 

এ সময়  উপস্থিত  ছিলেন  উপজেলা  পরিষদের  চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা  আব্দুল মালেক  সরকার ,  উপজেলা  নি র্বাহী  অফিসার  মনিরুল  হাসান ,  উপজেলা  সহকারী  কমিশনার  (ভূমি)  মীর  মো.  আল  কামাহ  তমাল ,  উপজেলা  স্বাস্থ্য  ও  পরিবার  পরিকল্পনা  কর্মকর্তা  ডা. মোহম্মদ শফিউল আযম, উপজেলা আঃ লীগের সভাপতি এ কে এম ফারুক, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) মোঃ রইচ উদ্দিন, রইচ  উদ্দীন , উপজেলা  মহিলা  ভাইস  চেয়ারম্যান  মৌসুমী  আক্তার  প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *