Subscribe our Channel

বীরগঞ্জে  দুস্থ  মহিলাদের  মাঝে  সেলাই  মেশিন  বিতরণ !

নিজস্ব প্রতিনিধি: 

 

দিনাজপুরের  বীরগঞ্জে  বঙ্গমাতা  শেখ  ফজিলাতুন্নেছা  মুজিব  এর  ৯১ তম  জন্মবার্ষিকী  উপলক্ষে  দুস্থ  মহিলাদের  মাঝে  সেলাই  মেশিন  বিতরণ , দো য়া  মাহফিল  ও  আলোচনা  সভা  অনুষ্ঠিত  হয়েছে।  রোববার  বিকেলে  উপজেলা  মহিলা  ও  শিশু বিষয়ক  মন্ত্রাণালয়ের  আয়োজনে  উপজেলা  পরিষদ  হলরুমে  দুস্থ  মহিলাদের  মাঝে  সেলাই  মেশিন  বিতরণ  করেন  অনুষ্ঠানের  প্রধান  অতিথি  দিনাজপুর -১  আসনের  সংসদ  সদস্য  মনোরঞ্জন  শীল  গোপাল।

 

 

উপজেলা  নির্বাহী  অফিসার  মো.  আব্দুল  কাদের  এর  সভাপতিত্বে  সভায়  বক্তব্য  রাখেন  সাবেক  সংসদ  সদস্য  ও  উপজেলা  পরিষদের  চেয়ারম্যান  মো: আমিনুল  ইসলাম ,  উপজেলা  সহকারি  কমিশনার  (ভূমি)  মো.  কামাল  হোসেন ,  উপজেলা  প্রকৌশলী  আব্দুল  মান্নাফ ,  বীরগঞ্জ  থানার  ওসি  আব্দুল  মতিন  প্রধান ,  উপজেলা  মহিলা  বিষয়ক  কর্মকর্তা  নিবাদিতা  দাস ,  উপজেলা  আঃ লীগের  যুগ্ম  সাধারণ  সম্পাদক  শামীম  ফিরোজ  আলম  প্রমুখ ।

 

 

 

 

পরে   বীরগঞ্জ   উপজেলা   পরিষদ   চত্বরে  উপজেলা  প্রশাসন  ও  পাট  অধিদপ্তরের  আয়োজনে  বস্ত্র  ও  পাট  মন্ত্রণালয়ের  আওতায়  পাট  অধিদপ্তর  কর্তৃক  বাস্তবায়নাধীন  উন্নত  প্রযুক্তি  নির্ভর  পাট  ও  পাটবীজ  উৎপাদন  এবং  সম্প্রসারণ   শীর্ষক  প্রকল্প  এর আওতায়   নির্বাচিত  পা টবীজ  উৎপাদনকারী  চাষীদের   মাঝে   পাটবীজ ,  রাসায়নিক  সার ,  কীটনাশক  ও  স্প্রে  মে শিন  বিতরণ   করেন   এমপি  গোপাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *