Subscribe our Channel

সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে শুরু হয়েছে গণটিকা দান কর্মসূচী!

 

সুকুমার বাবু দাস,পঞ্চগড় প্রতিনিধি:

 

সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীর প্রতিটি ইউনিয়নে শুরু হয়েছে গণটিকা দান কর্মসূচী। ০৭/০৮/২০২১ তারিখ শনিবার সকাল ৯:০০ টা থেকে শুরু করে বিকাল ৩:০০টা পর্যন্ত আটোয়ারী উপজেলার ৬ টি ইউনিয়নে গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে।

 

 

 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির প্রতিটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করছেন এবং উনার সূত্রে জানা যায়, টিকা প্রয়োগের জন্য ইতিপূর্বে মাঠপর্যায়ে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নের ৪,৫,৬ নম্বর ওয়ার্ড নির্ধারণ করা হয় এবং প্রতিটি ইউনিয়নে ৩ টি করে বুথ অর্থাৎ উপজেলায় সর্বমোট ১৮ টি বুথে এই টিকা প্রদান করা হচ্ছে। এ জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ৬০০টি করে আগাম টিকার কার্ড পাঠানো হয়েছে।

 

 

 

অগ্রাধিকার ভিত্তিতে থাকছে বৃদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী নারী ও পুরুষ সহ সাধারণ জনগণের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়েছে। বর্তমানে উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে, আজ ১ম দিনে ৩ হাজার ৬ শ জনকে প্রথম ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪শত ৪৬ জনকে টিকা প্রয়োগ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, টিকা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে।

 

 

 

 

সেই সাথে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়ন পরিদর্শন করছেন আটোয়ারী উপজেলার,উপজেলা নির্বাহি অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান। পরিদর্শনকালে সাথে থেকে দেখা গেছে তিনি চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে, সাধারণ জনগনের মাঝে জনসচেতনতা সহ পরামর্শ দিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *