Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
 ঠাকুরগাঁও পৌরশহরে হাজী পাড়া এলাকায় ময়ুরী আক্তার নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার সকাল ১১ টায় শহরের হাজীপাড়ায় ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদের বাসার উঠানে একটি আমগাছ থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ময়ূরী সদর উপজেলার মুন্সিরহাট এলাকার মোতালেব হোসেনের মেয়ে ।
স্থানীয়রা জানায়, সকালে ময়ুরী বাসার রান্নার কাজ শেষ করে। এর কিছুক্ষণ পর ওই বাসার এক সদস্য ঘর থেকে রেব হয়ে আমগাছে ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে । বাসার মালিক ব্যবসায়ী আসাদের দাবি মুরী আত্বহত্যা করেছেন ।
তবে কী কারণে এই আত্বহত্যা  করেছেন । তবে কী কারণে এই আত্বহত্যা সেটি সম্পর্কে  এখনও আমরা জানতে পারিনি । গৃহকর্মীর বাবা মোতালেব হোসেন জানায়, গত ৫ বছর ধরে ওই বাসায় আমার মেয়ে গৃহকর্মীর কাজ করছিল। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করে পর দিন বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাজীপাড়া বাসায় আসে ময়ূরী আজ সকালে খবর দিলে আমরা এসে দেখি আমার মেয়ে এই ঘটনাটি ঘটিয়েছে ।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোসা: সুলতানা রাজিয়া জানান ঘটনা উদঘাটনের জন্য থানা পুলিশ এবং পিবিআই কাজ করছে । লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সগর হাসপাতালের মর্গে  পাঠানো হয়েছে । অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নিবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *