Subscribe our Channel

বালিয়াডাঙ্গীতে ঘরে বসে সঞ্চয়ের টাকা ফেরত পেলেন ব্র্যাকের ১৪৫ সদস্য

সরকার ঘোষিত লকডাউনে সকল এনজিও অফিস বন্ধ থাকলেও সদস্যদের ঈদ উদযাপনের কথা বিবেচনা করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১৪৫ জন সদস্যকে সঞ্চয়ের দুই লক্ষ ৯০ হাজার টাকা মোবাইল ব্যাংকিং বিকাশ একাউন্টের মাধ্যমে ফেরত দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

 

 

 

বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী এলাকা অফিসের শাখা ব্যবস্থাপক (দাব) আব্দুল মজিদ জানান, করোনা প্রতিরোধে সারাদেশে ১৪ দিনের লকডাউন দিয়েছিল সরকার। এ কারণে আমাদের অনেক সদস্যদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়লে তাদের জমানো টাকা ফেরত দেওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।

 

 

 

 

গেল ১৪ দিনে ৫টি শাখার ১৪৫ জন সদস্যকে তাদের জমানো সঞ্চয়ের টাকা বিকাশের মাধ্যমে ফেরত প্রদান করা হয়েছে। এর ফলে ঘরে বসেই সঞ্চয়ের টাকা পেয়েছেন গ্রাহকরা। ব্র্যাকের সদস্য মিস্ত্রিপাড়া গ্রামের জাহেদা বেগম বলেন, স্বামী ইজিবাইক চালিয়ে সংসারের খরচ চালায়। লকডাউনে আয়ের রাস্তা বন্ধ হয়ে গেলে ব্র্যাকে সঞ্চয়ের টাকা ফেরত নিয়েছি।

 

 

 

দু:সময়ে জমানো টাকা পেয়ে উপকৃত করায় ব্র্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *