
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০২ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী উপজেলার ভানোর ইউনিয়নে ১০০টি পরিবার আমজানখোর ইউনিয়নে ১০২ টি পরিবার ও ও বড়পলাশবাড়ি ইউনিয়নে ১০০ টি পরিবার সহ সর্বমোট লকডাউনে ক্ষতিগ্রস্ত ৩০২ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্যাকেট (চাল, ডাল, লবণ, আলু, তেল) বিতরণ করা হয়।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।