
মোঃনূর ইসলাম নয়ন, দিনাজপুর প্রতিনিধি :
কৃষিবিজ্ঞানী প্রজননবিদ ড. মোঃ আমিরুজ্জামান কৃষি মন্ত্রণালয়ের অফিস আদেশ বলে ২৯ জুন নশিপুর, দিনাজপুরের নবসৃষ্ট বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে (বাগভুগই) মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দিনাজপুর এ যোগদান করেছেন।
এর আগে তিনি “ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ” (বারি) এর প্রধান কার্যালয় জয়দেবপুর, গাজীপুরে উদ্ভিদ প্রজনন বিভাগে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত থাকাকালীন বার্লি, ভুট্টা, চীনা, সরগম,কাউন, ওট, রাঘী ইত্যাদি অপ্রচলিত দানাদার ফসলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন গবেষণা কার্যক্রমের নেতৃত্ব প্রদান করেন ।
২০১৭ ইং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর তিনি ৪র্থ মহাপরিচালক হিসেবে যোগদান করলেন। আরো জানা গেছে, দেশে বর্তমানে জ্যেষ্ঠ ভুট্টা প্রজননবিদদের মধ্যে তিনি অন্যতম ।
বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি অত্র প্রতষ্ঠানের পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।