
জুয়েল ইসলাম তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী নির্মাণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর তারাগঞ্জ উক্ত প্রশিক্ষণ বাস্তবায়ন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাব হোসেন সহ উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে আগত শ্রমিকরা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।