Subscribe our Channel

সরকার ঘোষিত সীমিত লকডাউনে রংপুরের হালচাল

অলক নাথ ,রংপুর প্রতিবেদক :

 

মহামারি করোনা ভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েশন সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সীমিত লকডাউনের ১প্রথম দিনে রংপুর নগরীতে মূল সড়কগুলোতে চার্জার অটো চলাচল সীমিত পরিসরে থাকায় রিক্সা ভাড়া প্রায় ২ থেকে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে সীমিত লকডাউনে বন্ধ অটো এমন ভোগান্তিতে পড়ে হেঁটেই গন্তব্যে যাতায়াত করছে নগরবাসী।ফলে শহরের রাস্তাজুড়ে নেমেছে পথচারীদের ঢল।

 

 

 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর শাপলা চত্বর থেকে সুপার মার্কেট পর্যন্ত বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়ে যানচলাচল সীমিত করতে রিক্সা ছাড়া অন্যান্য যানবাহনের চলাচল বন্ধ প্রক্রিয়া।

 

 

 

 

ফলে লালবাগ থেকে সুপারমার্কেটে অটোর ভাড়া ১০ টাকা হলেও হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।জাহাজ কোম্পানী মোড় থেকে মাহিগঞ্জ সাথ মাথা যেতে ১০ টাকার ভাড়া গুনতে হচ্ছে ৪০ টাকা। এছাড়া বিভিন্ন জায়গায় যেতে গুনতে হচ্ছে কয়েক গুন বেশী ভাড়া। মেডিকেলে চাচাকে দেখতে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে রিক্সা খুঁজছে শহীদ।

 

 

 

তিনি বললেন, রিকশায় ভাড়া চাইছে ১০০ টাকা। তার উপর রিকশাও পাওয়া যাচ্ছেনা । তাই যতদুর পর্যন্ত অটোতে যাওয়া যায় গিয়ে বাকীটুকু হেটেই যাবেন বলে জানান।

 

 

পায়রা চত্তরে দেখা যায় যে,এক ট্রফিক পুলিশ সদস্যের হাতে সুচালো লোহার দন্ড।তিনি হাতের দন্ড দিয়ে করছেন অটোরিস্কার টায়র ফুটো।

 

 

শালবন রোকেয়া চত্তর মোড়ে দেখা যায় নবাবদের ফুটপাত দখল করে ব্যবসা।নেই স্বাস্হবিধির তোয়াক্কা।জানা যায় এক নবাবের সাথে পুলিশের সখ্যতা সম্পর্ক আবার সবাই মামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *