Subscribe our Channel

মানবতার সেবায় এগিয়ে আসলো চিলমারীর কৃতি সন্তান রেজাউল করিম প্লাবন

কুড়িগ্রাম প্রতিবেদক :

কুড়িগ্রাম, চিলমারী উপজেলা রমনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা দিন মজুর মোঃ আজিজের মেয়ে আইরিনের দীর্ঘ দিন ধরে একটি পা অবশ ছিলো।

 

 

 

ভালো চিকিৎসার অভাবে উপর আরেক টি পা অবশ হয়। দুটি পা অবশ হওয়াতে দূর চিন্তায় পড়ে, আইরিন কে রংপুর মেডিক্যাল ভর্তি করেন। রংপুর মেডিক্যাল প্রায় দুই মাস চিকিৎসা করে ভালো না হলে, ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করেন। নামে ছিলো ভর্তি কাজে নয়। হত দরিদ্র দিন মুজুর খেটে খাওয়া আজিজ দিশেহারা হয়ে বিভিন্ন জায়গায় ফোন করে।

 

 

 

কেউ সারা না দিলেও মহান রিদয় বান ব্যক্তি রেজাউল করিম প্লাবন ফোন পাওয়া মাত্র এসে মেডিক্যালে আইরিনকে ভর্তি করেন,এবং সকল চিকিৎসা দ্বায়ভার গ্রহণ করেন। আজ সকাল ১১ টায় অপারেশন ভালো ভাবে হয়েছে, সেখানে অভিভাবক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

 

 

 

এবং সকলের কাছে দোয়া চেয়ে বলেছেন, আমি যেন গরীব অসহায় মানুষের সাথে মিলে মিশে সব সময় থাকতে পারি। মানবতার কল্যানে এগিয়ে আসার মানুষের জন্য আইরিনের পরিবার সহ গ্রামবাসীর লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *