
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বালিয়াডাঙ্গী উপজেলা শাখা ছাত্রদল ৷ মঙ্গলবার ১ জুন বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ্, যুবদলের সভাপতি আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ ৷
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় তাদের বক্তব্যে বলেন, কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সহ কয়েকজন নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ৷
আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের আইনের আওয়াতায় এনে কঠিন শাস্তি দাবী করছি ৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ্, যুবদলের সভাপতি আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, সদস্য সচিব আবু সায়েদ, সদস্য আরিফ রায়হান, আসিফ আরমান, তুষার রানা, হূমায়ুন কবির, রাজু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৷
দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় ৷ উল্লেখ্য যে, ডিজিটাল নিরাপত্তা আইনে সদ্য জামিন পাওয়া ভানোর ইউনিয়ন ছাত্রদলের সদস্য হুমায়ুন কবির কে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷