
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্মাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। শনিবার (২৯মে) সকাল ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্ণামেন্ট (বালক/বালিকা) (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ।ৎ
এসময় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব নুরুল আনোয়ার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু সহ এলাকার সুধী ও ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ২নং-ইশানিয়া ইউনিয়ন পরিষদ ও ৪নং-আটগাঁও ইউনিয়ন পরিষদ অংশ নেয়।
এ টুর্ণামেন্টে সেতাবগঞ্জ পৌরসভাসহ মোট ৭টি দল অংশ নেবে। ক্যাপশনঃ শনিবার (২৯মে) সকাল ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্ণামেন্ট (বালক/বালিকা) (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় উভয় দলের খেলোয়ারদেও সাথে ফটো সেশনে অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর সহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি-প্রতিনিধি