
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অসহায় কৃষক সদর আলীর জমির ধান কেটে দিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। ঝড় বৃষ্টির মাঝে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন মেলাগাছি এলাকার প্রান্তিক কৃষক সদর আলী শ্রমিক সংকটের কারনে তার কষ্টের ফসল ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না।
তাই বোচাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ উক্ত কৃষকের জমির সকল ধান কেটে ঘরে তুলে দিলেন। আজ ২৮ মে শুক্রবার সকাল ৯টায় সদর আলীর জমির ধান কাটা শুরু করেন বোচাগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা এসময় তাদের উৎসাহিত করে নিজেই ধান কাটতে শুরু করেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক আবু তাহের মোঃ মামুন।
এসময় উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শেখ সোহেল রানা, বোচাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান সজীব, পৌর যুবলীগের সভাপতি মঞ্জুর হাবীব তুষার, যুবলীগ নেতা মোঃ আহাদ চৌধুরী, মোঃ মাহফুজ বাবু, মোঃ সাজ্জাদ হোসেন রুমি, মোঃ আলম, নিত্ত রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী খাাঁন, সাধারন সম্পাদক আব্দুর করিম মিলন সহ সর্বস্তরের যুবলীগের নেতা কর্মীরা উক্ত কৃষকের ধান কেটে দেন।
কৃষক সদর আলী তার জমির ধান কেটে দেওয়ায় বোচাগঞ্জ উপজেলা যুবলীগসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বোচাগঞ্জের যুবলীগের এই মহতি উদ্যোগকে এলাকার মানুষ সাদুবাধ জানিয়েছে।